তরুণ নির্মাতা, সংস্কৃতিকর্মী সাজ্জাদ সনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে রোববার (১৫ আগস্ট) রাত ২টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
ভোর সাড়ে ৪টায় এ খবর নিশ্চিত করেছেন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু। সাজ্জাদ সনির অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছে সংগঠনটি। সাজ্জাদ সনি ডিরেক্টরস গিল্ডের দুবার অর্থ সম্পাদক ছিলেন।
মাত্র ৩৭ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন সাজ্জাদ সনি। তিনি মা, এক ভাই ও এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন।
জানা গেছে, আজ সকাল সাড়ে ১১টায় প্রয়াতকে শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পকলা একাডেমিতে রাখা হবে। বেলা ১২টায় প্রথম জানাজা এবং তাঁর নিজ এলাকায় নিকুঞ্জ ২, কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর পর বনানী কবরস্থানে দাফন করা হবে।
প্রায় ২০টি নাটক বানিয়েছেন সাজ্জাদ সনি। এর মধ্যে ‘নাগর’, ‘আজও কাঁদায়’, ‘কেউ কথা রাখেনি’ উল্লেখযোগ্য। সাজ্জাদ সনির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।