প্রথমবার সোয়া দুই কোটি টাকা ভ্যাট দিল গুগল

Date:

Share post:

ডেস্ক জ: বিশ্বের অন্যতম প্রিয় সার্চ ইঞ্জিন গুগল ২ কোটি ২৯ লাখ টাকার মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রদান করেছে। বৃহস্পতিবার মে ও জুন মাসের ভ্যাটের দিয়ে টি সরকারি কোষারে এই টাকা জমা করল।

বাংলাদেশে ব্যবসা করলেও কার্যালয় নেই এমন নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে ফেসবুকই প্রথম ভ্যাট রিটার্ন জমা দিয়েছে। গুগল ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধিত প্রতিষ্ঠান। গত ২৩ মে গুগল এশিয়া প্যাসিফিক লিমিটেড নামে সিঙ্গাপুরের ঠিকানা ব্যব করে ভ্যাট নিবন্ধন নেয় প্রতিষ্ঠানটি।

সিঙ্গাপুরের সিটিব্যাংক এনএ ব্যাংর মাধ্যমে ভ্যাটের টাকা জমা দিয়েছে গুগল। মে মাসের জন্য ৫৫ লাখ ৬৭ হাজার ৭০৪ টাকা র জুন মাসের জন্য এক কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৮৩২ টাকা দিয়েছে তারা। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমীলা সরকার সমকালকে জানান, গুগল ভ্যাটের রিটার্ন জমা দেয়নি। তারা সংগৃহীত ভ্যাট ব্যাংকের মাধ্যমে জমা করেছে।

সূত্র জানায়, গুগল এ দেশে বিজ্ঞাপন প্রচারসহ নানা ধরনের সেবা দিয়ে থাকে। ওইসব সেবায় ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। এর আগেও গুগল ও ফেসবুক তাদের সেবার রীতে ভ্যাট পরিশোধ করত। ব্যাংকের মাধ্যমে তাদের পাওনা নেওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক কর্তৃপক্ষ ভ্যাট কেটে রাখত। এতে ভ্যাট পাওয়া গেলেও কোন প্রতিষ্ঠান, কী ধরনের সেবা নিচ্ছে তা বোঝা যেত না। প্রতিষ্ঠানগুলো ভ্যাটের নিবন্ধন নেওয়ার পর বিস্তারিত তথ্যসহ ভ্যাটের টাকা জমা দিচ্ছে তারা। ফলে কোন প্রতিষ্ঠান কত টাকার সেবা বিক্রি করেছে, সেই তথ্যসহ যাবতীয় আয়-ব্যয়ের তথ্য থাকছে ভ্যাট কর্তৃপক্ষের কাছে। বাংলাদেশে ব্যবসা থাকলেও স্থায়ী কার্যালয় নেই- এমন চারটি প্রতিষ্ঠান এ পর্যন্ত ভ্যাটের নিবন্ধন নিয়েছে।

গুগল, ফেসবুক ছাড়া নিবন্ধন নেওয়া অন্য প্রতিষ্ঠান দুটি হলো আমাজন ও মাইক্রোসফট। গত ২৭ মে আমাজন ভ্যাট নিবন্ধন নিয়েছে। মাইক্রোসফট ভ্যাট নিবন্ধন নেয় গত ১ জুলাই। মাইক্রোসফট চলতি মাসেই তাদের রিটার্ন দেওয়া করবে। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে, আমাজন ইতোমধ্যে ভ্যাট রিটার্ন দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেছে। তাদের আবেদন বিবেচনায় নিয়েছে কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

ইসরায়েলে ফের মিসাইল হামলা

ইসরাইলের ভূ-খণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইয়েমেনের হুতিরা এ হামলা চালায়। এ ঘটনায় ইরান সমর্থিত...

আদানির বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ

ভারতের আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া টাকার ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে বাংলাদেশ। ফলে বহন খরচ...

বিএনপি যাতে ক্ষমতায় না আসে, সেই জন্য একটি পক্ষ কৌশলে সক্রিয়— অভিযোগ মির্জা আব্বাসের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, বিএনপিকে ক্ষমতায় যেতে না দেওয়ার জন্য একটি পক্ষ “সুচতুর কৌশলে”...

সারাদেশে ইলিশের দাম নির্ধারণে উদ্যোগ নিচ্ছে সরকার

ইলিশের লাগামহীন দামের লাগাম টানতে এবার কেন্দ্রীয়ভাবে মূল্য নির্ধারণে যাচ্ছে সরকার। চাঁদপুর জেলা প্রশাসকের পাঠানো প্রস্তাবের ভিত্তিতে এ...