মোদী ও মমতার সৌজন্য সাক্ষাত

Date:

Share post:

ডেস্ক নিউজ: পূর্বঘোষিত সূচি মেনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সৌজন্য সাক্ষাত সারলেন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বন্দোপাধ্যায়।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এ সাক্ষাৎ হয়।

প্রধানমন্ত্রীর ৩০ মিনিটের বৈঠকের পর ছাতা হাতে বৃষ্টি জা দিল্লিতে াদিকদের মুখোমুখি হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

তিনি জানান, পশ্চিমবঙ্গে তৃতীয় তৃণমূল সরকার গঠনের পর এটা ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।

সংবিধান মেনে নির্বাচনে জিতলে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে হয়। আমি সেটা করতেই আজ এসেছি।

তবে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি ভ্যাকসিন বণ্টন নিয়ে আলোচনা হয়েছে বলে মমতা জানান। ীয় স্তরে ভ্যাকসিন বণ্টনের সময় বাংলার জনসংখ্যার কথা মাথায় রাখার দাবি জানিয়েছেন তিনি।
মমতা বলেন, অন্যান্য রাজ্যের থেকে আমাদের রাজ্যে ্রমণ হার কম হলেও আমাদের আরও ভ্যাকসিনের দরকার। এই অনুরোধ আমি করেছি।

এছাড়া রাজ্যের বকেয়া মেটানোসহ াধিক ইস্যুতে প্রায় আধঘণ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা হয়েছে। এই আলোচনায় ভ্যাকসিন প্রসঙ্গের পাশাপাশি পশ্চিমবঙ্গের নাম বদল করে বাংলা করার পক্ষে দ্রুত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

তবে প্রধানমন্ত্রী মোদী কী বলেছেন সাংবাদিকরা জানতে চাইলে মমতা বলেন, তিনি কী বলেছেন, সেই কথা আমার মুখ দিয়ে বলা উচিত নয়। তিনি সবকিছু মন দিয়ে শুনেছেন, এতটুকুই বলতে পারি।

এরপর আগামী দিনে মোদীবিরোধী অন্য নেতার সঙ্গে বৈঠকের প্রসঙ্গে মমতা বলেন, আমরা সব পুরনো বন্ধুবান্ধব। এভাবেই সাক্ষাৎ করি। এবারেও তাই করব। সোনিয়াজি (সোনিয়া গান্ধী) আমাকে কাল সন্ধ্যায় ডেকেছেন। চায়ে-পে চর্চায় (চায়ের আমন্ত্রণ) আমাদের আলাপ-আলোচনা হবে।

এরপর রাষ্ট্রপতি ভবনে যাওয়ার ব্যাপারে মমতা বলেন, আমাকে বলা হয়েছে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার আগে আরটি-পিসিআর (করোনার বিশেষ টেস্ট) করে আসতে হবে। যদিও আমার টিকার দুটি ডোজ সম্পন্ন। এখন আমি কোথায় এসব করব? এটা তো আমার এলাকা নয়। আমি তাই রাষ্ট্রপতির শারীরিক সুস্থতা কামনা করে একবার অনুরোধ করব, যদি আমাকে অনুমতি দেন তবে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবো। না হলে পরে আসব দেখা করতে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই অপর এক কংগ্রেস নেতা তথা আইনজীবী িষেক মনু সিংভির সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল সুপ্রিমো। মনু সিংভি বর্তমানে নারদাকাণ্ডে মমতার তিন মন্ত্রীর হয়ে হাইকোর্টে আইনি লড়াই করছেন। পাঁচদিনের দিল্লি সফরের দ্বিতীয় দিন থেকেই তৎপর মুখ্যমন্ত্রী। বুধবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীসহ মহারাষ্ট্রের এনসিপি নেতা শরদ পাওয়ার এবং শিবসেনার সাংসদদের সঙ্গে বৈঠক আছে মমতার। তার সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেছেন উত্তর প্রর সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

সাবেক এমপি মমতাজ বেগম গ্রেপ্তার

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর ধানমন্ডি থেকে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁকে গ্রেপ্তার...

৩টি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম জানাল আবহাওয়া অধিদপ্তর

বঙ্গোপসাগর ও আরব সাগরের পরবর্তী ৩টি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১২ মে) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের...

আইভীর জামিন নামঞ্জুর, কারাগারে ডিভিশন মঞ্জুর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।...

নাটোরে বিএনপি কার্যালয় থেকে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার হাজী কুদ্দুস আকন্দ

নাটোরের সিংড়া উপজেলায় বিএনপির কার্যালয় থেকে দেশি অস্ত্রসহ এক কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তবে বিএনপি নেতাদের দাবি,...