ডেস্ক নিউজ:শীর্ষ নির্মাতা আদনান আল রাজীবের ওয়েব ফিল্মে অভিনয় করবেন আলোচিত সমালোচিত টিকটকার অপু ভাই। তাঁর আসল নাম ইয়াসিন আরাফাত অপু।
ওই ওয়েব ফিল্মটির নাম ‘ইউটিউমার’। ইতিমধ্যে সোশ্যাল প্ল্যাটফরমে এর ট্রেলার প্রকাশ করা হয়েছে। সেখানে প্রীতম হাসান, জিয়াউল হক পলাশশের সঙ্গে অপু ভাইকেও দেখা গেছে।
ফিল্মে অপুর চরিত্রটি চমক হিসেবে রাখতে চান নির্মাতা আদনান আল রাজীব।
‘ইউটিউমার‘- এ আরও দেখা যাবে শরাফ আহমেদ জীবন, তৌহিদ আফ্রিদি, তাহসিনেশনসহ অনেককেই।