ডেস্ক নিউজ: খাগড়াছড়িতে ইউপিডিএফের সাবেক কর্মী সাগর ত্রিপুরা (৩৬) নামে গুলী করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৮ জুলাই) সকাল ৯টায় পানছড়ির মরাটিলা এলাকায় সাগরকে হত্যা করা হয়।
সাগর ত্রিপুরা উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির পদ্মিনী পাড়া গ্রামের অনি মোহন ত্রিপুরার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাগর সকালে বাড়ি থেকে দোকানে আসে। হঠাৎ করে কিছু লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।