ডেস্ক নিউজ: চট্টগ্রামে বেড়েই চলছে করোনার সংক্রমণের হার। চট্টগ্রামে একদিনে করোনায় মারা গেছেন ১১ জন, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৬২ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৯৪৫ জনের।
রবিবার (১৮ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করে বলেন, নতুন শনাক্তদের মধ্যে ৬৩৯ জন নগরীর ও ৩০৬ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এ পর্যন্ত ৭০ হাজার ৯০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৩ হাজার ৯৬১ জন নগরীর ও ১৬ হাজার ৯৪১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত ১১ জনের মধ্যে ২ জন নগরীর ও ৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এ পর্যন্ত করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৮৩৫ জন, এর মধ্যে ৫১৭ জন নগরীর ও ৩১৮ জন উপজেলার বাসিন্দা।