ডেস্ক নিউজ : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে পাঁচ লাখ টাকা জরিমানা করলো কলকাতা হাইকোর্ট।
বুধবার (৭ জুলাই) এ জরিমানা করে নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি কৌশিক চন্দ। মূখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিচার ব্যাবস্থাকে কলুষিত করার অভিযোগ এনেছে আদালত।
জরিমানার অর্থ জমা দিতে হবে রাজ্য বার কাউন্সিলে যা পরবর্তীতে কোভিড চিকিৎসায় ব্যবহৃত হবে। এই মামলা পরবর্তীতে কোন মোড় নেবে তা নিধারণ করবে হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দল।
এভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জরিমানা করাটা লজ্জাজনক ঘটনা বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আবেদন করবেন বলেও জানান তিনি।
নন্দীগ্রামে ভোটের ফল গণনায় কারচুপির অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেছিলেন মমতা। তবে বিচারপতি চন্দের সাথে বিজেপীর পূর্ব যোগাযোগ আছে এমন অভিযোগ তুলে ন্যায় বিচার পাবে কিনা এমন সন্দেহ থেকে আগেই আপত্তি জানিয়েছিল তৃণমূল।
চখ/এএ মএস