ডেস্ক নিউজ: চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও
৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৬৯ জন।
রবিবার (৪ জুলাই) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
জানা গেছে, এদিন অ্যান্টিজেন টেস্ট সহ ৭টি ল্যাবে ১ হাজার ৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয়েছে ৩৬৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ২২৩ জন এবং উপজেলায় ১৪৬ জন।
উপজেলায় সবচেয়ে বেশি সীতাকুণ্ডে শনাক্ত হয়েছে ৩৫ জন। এছাড়া ফটিকছড়িতে ২৩ জন, হাটহাজারীতে ২০ জন এবং মিরসরাইয়ে ১৯ জন আক্রান্ত হয়েছেন।