ডেস্ক নিউজ : খাগড়াছড়ি জেলার দীঘিনালায় অমর জীবন চাকমা (৪০) নামের ইউপিডিএফের সাবেক এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার (২৬ জুন) ভোরে দীঘিনালার বরাদম নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অমর হাজাছড়া জোড়াব্রিজ এলাকার পূর্ণ কিশোর চাকমার ছেলে। তিনি পার্বত্য শান্তিচুক্তি বিরোধী প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সাবেক কর্মী।
জানা যায়, শনিবার ভোরে কয়েকজন মুখোশধারী যুবক তাকে বাড়ি থেকে তুলে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তিনি দুই বছর আগে ইউপিডিএফ ত্যাগ করেছিলেন বলে জানা যায়। সম্প্রতি দীঘিনালার বরাদম এলাকায় বিয়ে করে নোয়াপাড়া এলাকায় সবজি বিক্রি করে সংসার চালাতেন তিনি।
দীঘিনালা থানার ওসি এ কে এম পেয়ার আহমেদ জানান, অমর জীবন চাকমার ক্ষত-বিক্ষত মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি। ঘটনার পর থেকে পুরো এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।