ডেস্ক নিউজ : হাটহাজারী উপজেলা থেকে অবৈধভাবে পাচারের সময় আনুমানিক ৫ লাখ টাকা মূল্যের ১৫০ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে স্থানীয় বন বিভাগ।
আজ শনিবার (১২জুন) ভোর ৫ টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী ১১ মাইল রেঞ্জ এর বিট কাম চেক পোস্টে রেন্জ কর্মকর্তা ফজলুল কাদের অভিযান চালিয়ে ট্রাক ভর্তি এসব কাঠ জব্দ করেন।
এ ব্যাপারে বন বিভাগ হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী বলেন, চট্রগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাচারের সময় ১৫০ ঘনফুট সেগুন কাঠসহ (ঢাকামেট্রো-ট -২২-৫০৯২) ট্রাকটি জব্দ করা হয় এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
সূত্র: চট্টলার খবর।