ডেস্ক নিউজ: দায়িত্ব পালনকালে মাইক্রোবাসের ধাক্কায় চট্টগ্রামে পুলিশের এক উপসহকারী পরিদর্শকের মৃত্যু হয়েছে। এসময় আরো এক পুলিশ সদস্য আহত হয়।
শুক্রবার (১১জুন) ভোরর পাঁচটায়
চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা মেহেরাজ ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজী মো.সালাউদ্দিন নগরের চান্দগাঁও থানায় কর্মরত ছিলেন। তিনি লক্ষীপুর জেলার সদর থানার দক্ষিণ জয়পুর হাজিপাড়ার নাদেরুজ্জামানের ছেলে। অপর জন পুলিশের গাড়ি চালক মাসুম।
জানতে চাইলে চান্দগাঁও থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো.আমির হোসেন জানান, কাপ্তাই রাস্তার মাথা মেহেরাজ ঘাট এলাকায় দায়িত্বকালে তার মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, পুলিশেরর দুজন সদস্যের মধ্যে সালাউদ্দীন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্য সদস্য হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।