ডেস্ক নিউজ: চট্টগ্রামের হাটহাজারীতে খাল থেকে পঁচা গলিত এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে হাটহাজারী থানা পুলিশ।
শুক্রবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার উত্তর মাদার্শা ৩ নম্বর ওয়ার্ড এলাকা মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায় উপজেলার পুরালিয়া খালের লোহারপুল এলাকা থেকে গলিত লাশটি উদ্ধার করা হয়। লাশটি পঁচা গলিত হয়ে প্রায় কঙ্কাল হয়ে গেছে। যা দেখে পুরুষ কি নারী তাও বোঝার উপায় নেই।
হাটহাজারী থানার এসআই রাজীব মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, লাশের শরীরে কোন ধরনের কাপড় নেই। শরীরের মাংসও প্রায় সব খসে পড়েছে।
এরপরও কঙ্কাল অবস্থায় উদ্ধার করা মরদেহটি মর্গে পাঠানো হয়েছে এবং নিখোঁজ ডায়েরি করা অভিযোগগুলো খতিয়ে দেখে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান