ডেস্ক নিউজ : নগরের কর্ণফুলীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি বন্দুকসহ মো. সিরাজউদ্দৌল্লাহ (৩৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
বুধবার (২ জুন) দিবাগত রাতে থানার শিকলবাহা ওয়াই জংসন ট্রাফিক পুলিশ বক্সের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শাহ মো. আবদুর রউফ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
জানাগেছে, সিরাজউদ্দৌল্লাহ বাঁডখালীর দক্ষিণ সড়ল এলাকার বাসিন্দা মো. নুরুল আলমের ছেলে।
বুধবার রাতে গোপন সূত্রে সংবাদ পেয়ে কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সূত্র:জাগো নিউজ।