ডেস্ক নিউজ: সম্প্রতি এমন একটি কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন দেশের সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পরে জানতে পারেন সেই প্রতিষ্ঠানের কার্যক্রম ভিন্ন। তাকে প্রথমে যা বলা হয়েছিল, তেমন কার্যক্রম সেই প্রতিষ্ঠানটি পরিচালনা করে না। তাই ২ মাসের মাথায় চুক্তি বাতিক করলেন এই তারকা।
মঙ্গলবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুকে পোস্টে বিষয়টি নিশ্চিত করে তিনি। সেখানে তিনি লেখেন,
‘গত এপ্রিলে আমি ‘SPC GROUP’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম।
তাদের সঙ্গে আমার চুক্তি ছিল, ‘শুভেচ্ছা দূত’ হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানের প্রচারে আমার ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারবে।
বিনিময়ে তারা নড়াইলে ১০০টি উন্নতমানের সিসিটিভি স্থাপনসহ সামাজিক উন্নয়নের কাজ করবে। কিন্তু সম্প্রতি আমি জানতে পেরেছি, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে ধারণা আমাকে দেয়া হয়েছিল, তাদের ব্যবসার ধরন তা নয়।
দুই বছরের চুক্তি থাকলেও দুই মাসের মধ্যেই তাদের সম্পর্কে জানার পরই আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যেই আমি তাদের উকিল নোটিশ পাঠিয়েছি, আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করার আইনি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি।
আমি সবাইকে অনুরোধ করব, আমার নাম বা ছবি দেখে বিভ্রান্ত হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে না জড়াতে।
জানা গেছে, এমএলএম -এর পদ্ধতিতে ব্যবসা করছে ‘এসপিসি গ্রুপ’।
মাশরাফিকে নিজেদের ‘ব্র্যান্ড এম্বাসেডর’ দাবি করে এমএলএমের চকটদার বিজ্ঞাপন প্রচার প্রচারণা চালিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
এতে দেশের ক্রিকেটপ্রেমী এবং মাশারাফিভক্তরা কোনো যাচাই-বাছাই না করে ‘এসপিসি’তে বিনিয়োগ করতে শুরু করেন। এরইমধ্যেই প্রতিষ্ঠানটির এমএলএম জাতীয় বৈশিষ্ট নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় এবং মাশরাফির মতো আইকন কী করে এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়।
বিতর্ক তুঙ্গে ওঠার আগেই খোঁজ নিয়ে প্রতিষ্ঠানটির এমএলএম ধরনের ব্যবসার কথা নজরে আসে মাশরাফির।
জানার পর পরই চুক্তি বাতিলের ঘোষণা দিলেন ফেসবুকে।