চট্টগ্রাম ডেস্ক : সংঘবদ্ধ একটি চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে পাহাড়তলী রেলক্রসিং এলাকায় অভিযান চালায় থানা পুলিশ।
এসময় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও বিভিন্ন সরঞ্জামসহ সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চট্টগ্রামসহ জেলার আশেপাশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে জানিয়ে পুলিশ বলছে এরা সংঘবদ্ধ গরু চোর। তারা পিকআপ ভ্যান নিয়ে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে গরু চুরি করে। পাশাপাশি তারা দলবদ্ধ হয়ে ডাকাতিও করছে দীর্ঘদিন ধরে।
গ্রেফতারকৃতরা হলেন, আকবরশাহ থানার মাস্টার লেইন এলাকার শওকত আলির ছেলে মো.রিপন (৩১),কুমিল্লা মুরাদনগর থানার কুরেরপাড় এলাকার মৃত সফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩০), একই জেলার নাঙ্গলকোট থানা নোয়াপাড়া গ্রামের মৃত অলি মিয়া প্রকাশ লেদু মিস্ত্রীর ছেলে মো. বাবুল মিয়া (৪২), তেলাচোরা পাড়ার আবুল কাশেমের ছেলে জাহাঙ্গীর আলম (৩১) ও একই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. আবুল কালাম সোহেল (৩২)।
গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. হাসান ইমাম। তিনি বলেন,তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির অপরাধে পৃথক আইনে মামলা করা হয়েছে।
চখ/আর এস