৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরষ্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

ডেস্ক নিউজ: ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান পেলো এবারের স্বাধীনতা পুরস্কার-২০২১। মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরষ্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ াসিনা।

বৃহস্পতিবার (২০ মে) এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিজের সরকারি বাসবন গণভবন থেকে ভার্চুয়ালি ক্ত হয়ে তিনি এ পুরস্কার দেন।

প্রতিবছর স্বাধীনতা ও যুদ্ধে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এবারের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে চার জন মরণোত্তর। তারা হলেন- এ কে এম ফজলুর রহমান, শহীদ আহসান উল্লাহ মাস্টার, ব্রিগেডিয়ার জেনারেল খুরশীদ আহমেদ, আখতারুজ্জামান ুরী বাবু।

অন্যরা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মুন্ময় গুহ নিয়োগী, সাহিত্যে মহাদেব সাহা, সংস্কৃতিতে আতাউর রহমান, গাজী মাজহারুল আনোয়ার, সমাজ সেবায় অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। এছাড়া ণা ও প্র্ষণে অবদান রাখায় বাংলা কৃষি গবেষণা কাউন্সিল স্বাধীনতা পুরস্কার পেয়েছে।

মরহুম বজলুর রহমানের পক্ষে তার স্ত্রী শাহানারা বেগম, আহসান উল্লাহ মাস্টারের পক্ষে তার ছেলে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ব্রিগেডিয়ার জেনারেল খুরশীদ আহমেদের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং আখতারুজ্জামান চৌধুরী বাবুর পক্ষে তার ছেলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ পুরস্কার নেন।

জীবিতদের মধ্যে কবি মহাদেব সাহার অনুপিতিতে তার ছেলে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেন। ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী, আতাউর রহমান গাজী, মাজহারুল আনোয়ার এবং ডক্টর আমজাদ হোসেন নিজে উপস্থিত থেকে পুরস্কার নেন। কৃষি গবেষণা কাউন্সিল এর পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক পুরস্কার গ্রহণ করেন।

গত ২৪ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়। ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় ২৪ মার্চের অনুষ্ঠান স্থগিত করে ১১ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করা হয়। একই কারণে ১১ এপ্রিলের অনুষ্ঠানও স্থগিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আমরা বিদেশি বন্ধু চাই প্রভু চাই না,ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোন জায়গায় বন্দি হওয়ার জন্য...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

সময় ডেস্ক  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। হাইওয়ে পুলিশ জানায়,...

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হার ১২ টাকা বৃদ্ধির ফলে বছরজুড়ে স্থানীয় মুদ্রা টাকার মূল্য কমেছে ১২ দশমিক ৭২ শতাংশ

সময় ডেস্ক  বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হার ১২ টাকা বৃদ্ধির ফলে বছরজুড়ে স্থানীয় মুদ্রা টাকার মূল্য...

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শ্রমিক দল নেতা মীর মোঃ আরমান নিহত

স্থানীয় প্রতিনিধি আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জঙ্গল সলিমপুর ছিন্নমুল ৫নং সমাজ লৌহার ব্রিজ এলাকায় এ ঘটনা...