এ আর রুহুল আমিন হাজারী
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা মিয়া বাজার এলাকা থেকে ১৫ মে শনিবার রাতে বিদেশী পিস্তল ও নয় রাউন্ড গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী মোঃ নাজমুল হাসান সজিব(২৮)কে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সৃত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১,সিপিসি-২ এর একটি অভিযানিক দল জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার এলাকায় থেকে বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল,নয় রাউন্ডগুলি ও দুটি সুইচ গিয়ার চাকুসহ চিহ্নিত সন্ত্রাসী মোঃ নাজমুল হাসান সজিব(২৮)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী জেলার চৌদ্দগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের আব্দুল মতিন’র ছেলে।
ওই সময় গ্রেফতারকৃত আসামীর সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ১টি মটর সাইকেল জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান- ওই গ্রেফতারকৃত আসামীর প্রাথমিক জিগাসাবাদে জানা যে, সে দীর্ঘ দিন যাবৎ চৌদ্দগ্রামসহ জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।