ডেস্ক নিউজ: মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তে এক হাজারের নিচে নামল। গত ২৪ ঘন্টায় সারাদেশে এ ভাইরাসের বিষে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২৬ জন।
শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে আগের দিনের তুলনায়। এর আগে বৃহস্পতিবার (১৩ মে) দেশে করোনায় ৩১ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ১ হাজার ২৯০ জন।
ঈদের দিন বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১০২ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৮৪৮ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২০ হাজার ৪৭১ জন।