চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের হামজার বাগ পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গেল মঙ্গলবার (১১ মে) মো. সাইমুন নামে এক যুবক তাকে ধর্ষণ করে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম নগরের বদ্দারহাটের পশ্চিম ফরিদার পাড়া এলাকায় আফসার মিয়ার বাসায় এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিক্ষার্থী হামজার বাগ পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার মেয়েটিকে প্রেমের সম্পর্কের জেরে একই এলাকার সায়মুন নামের এক যুবক তার বাসায় নিয়ে যায়। পশ্চিম ফরিদার পাড়া এলাকায় আফসার মিয়ার বাসায় নিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে ছেলেটি। এই ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হবে। অভিযুক্তের সায়মুন এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, বুধবার বেলা আড়াইটায় মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করান। তবে তার অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।