ডেস্ক নিউজ: চট্টগ্রামে বাকলিয়া থানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৯মে) বাকলিয়ার মাষ্টার কলোনীর মাথা থেকে ডাকাতদের গ্রেফতার করা হয়। এসময় ১টি চাপাতি,
২টি ছোরা, ১টি প্লাস, ৩টি লোহার রড,
১টি লোহার কোরাবারী উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আল আমিন(২৪), মোঃ রুবেল(২৩), মোঃ কবির হোসেন (২৫), শশি প্রঃ বাদশা(২১) ও মোঃ শরিফ প্রঃ কালাইয়া(২৪)।
জিজ্ঞাবাসাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে একে অপরের পরিচিত। লকডাউন থাকায় শহরের অনেকেই ঈদের অনেক আগেই শহর ছেড়ে গ্রামের বাড়ী চলে যাচ্ছে। আর এই সুযোগটা কাজে লাগানোর জন্য ২/৩ দিন যাবৎ তারা বিভিন্ন এলাকায় ঘুরা-ফেরা করছে। যে বাসার লাইট ২/৩ দিন যাবৎ অফ সেই বাসায় কেউ নেই ধরে নিয়েই টার্গেট করে। পাশাপাশি যে সকল বাসার বাহির থেকে তালাবদ্ধ সে সকল বাসায় ওরা টার্গেট করে। টার্গেটকৃত বাসায় ডাকাতি করা উদ্দেশ্যেই অস্ত্র-সস্ত্র এবং ঘর ভাঙ্গার সরঞ্জাম নিয়ে সমবেত হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অভিযানের নেতৃত্বে ছিলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) এর দিকনির্দেশনা অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)মোঃ আমিনুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম, বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ।