ডেস্ক নিউজ: কক্সবাজার শহরের টেকপাড়া মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও পাঁচ রাউন্ড কার্তুজসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ মে) রাত ১২টায় টেকপাড়া মাঝিরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতারের সময় একটি মোটরসাইকেলও জব্দ করে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি দল।
রোববার (৯ মে) দুপুরে কক্সবাজার সদর থানায় বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
গ্রেফতাররা হলেন, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী পশ্চিমপাড়ার আব্দুল গাফফারের ছেলে সোহেল (৩২), হাবিবুর রহমকনের ছেলে ইলিয়াস (৩৫) ও পশ্চিম বাহারছড়ার আবু তাহেরের ছেলে ছৈয়দ হোসেন রানা (২৮)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, একদল অস্ত্রধারী টেকপাড়ার মাঝিরঘাট এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে রাত ১২টায় কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালায়। পুলিশ মাঝিরঘাট এলাকায় গিয়ে সোর্সের দেখানো স্পট ঘিরে ফেলে তিনজনকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, মামলা করার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।