চট্টগ্রামের হাটহাজারী থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব জাফর আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ ।
আজ ১ মে ,শনিবার সকালে হাটহাজারীর গড়দুয়াড়ায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
হাটহাজারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম অনলাইন গণমাধ্যমকে বলেন, হাটহাজারীতে পুুলিশের সঙ্গে মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষে নিহতের ঘটনায় দায়েরকৃত নাশকতা মামলায় হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমেদকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে জুমার নামাজের পর ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সরকারি দলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। প্রতিবাদে হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে থানায় হামলা করলে পুলিশ গুলি ছোঁড়ে। সেদিন হাটহাজারীতে সংঘর্ষে আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হলে তারমধ্যে চারজন মারা যান।