ডেস্ক নিউজ: টালিগঞ্জে ক্রমেই বাড়ছে করোনার প্রকোপ। কোভিডের শিকার হচ্ছেন একের পর এক অভিনেতা-অভিনেত্রী। এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। জি বাংলার এই অভিনেত্রী আক্রান্ত হওয়ায় সিরিয়াল দেখা দর্শকদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। সশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে দ্রুত আরোগ্য লাভের জন্য পোস্ট দিয়েছেন নেটিজেনরা।
বুধবার অভিনেত্রী জানান, তিনি করোনা পজিটিভ। রিপোর্ট পজিটিভ এসেছে তার মা-বাবারও। খুব সম্ভবত দিতিপ্রিয়ার বাবাই প্রথম কভিড পজিটিভ হন, দু-দিন জ্বরে ভোগেন অভিনেত্রীর মা। পরে করোনা পরীক্ষা করালে, তিনজনেরই রিপোর্ট পজিটিভ আসে।
মা-বাবা সম্প্রতি ভ্যাকসিন নিয়েছিলেন। কিন্তু তাতেও প্রাণঘাতী ভাইরাসের থেকে রেহাই মেলেনি। ফ্লোরে কোভিড সুরক্ষাবিধি মেনে শ্যুটিং হলেও বারবার কেন অভিনেতা-অভিনেত্রীরা করোনায় আক্রান্ত হচ্ছেন? সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই ভাবিয়ে তুলেছে ইন্ডাস্ট্রির অনেককে।
কেমন আছেন দিতিপ্রিয়া এখন? খোঁজ নিয়ে জানা গেল, অভিনেত্রীর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে খানিক। শরীরও প্রচণ্ড দুর্বল। দু’দিন ধরে অভিনেত্রীর গলা খুশখুশ, মাথা ব্যথার সমস্যা। সর্দি-কাশি হলে যেমন অস্বস্তি লাগে ঠিক তেমন অনুভূতি শরীরে। এরপরেই আচমকা স্বাদ-গন্ধহীন হয়ে পড়েন দিতিপ্রিয়া। এছাড়া আর কোনও উপসর্গ না থাকলেও করোনায় কাবু হয়ে পড়েছেন টেলিপাড়ার ‘রানিমা’।