ডেস্ক নিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে করোনাকালীন সংকটে পতেঙ্গার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে এবং বিমান বাহিনী প্রধানের নির্দেশনায় রবিবার (২৫ এপ্রিল) পতেঙ্গায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এএসএম ফখরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ঘাঁটি প্রশাসনিক শাখার অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মিজানুর রহমান, উইং কমান্ডার হাবিবুর রহমান, ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক কোম্পানি।
এ সময় প্রধান অতিথি বলেন, জাতির এ সংকট থেকে উত্তরণ না হওয়া পর্যন্ত বিমান বাহিনী জনগণের পাশে থাকবে।