ডেস্ক নিউজ: দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন। এসময় হাজারো পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এ ছাড়াও তাদের নগদ ১ লাখ ৩ হাজার টাকা প্রদান করা হয়।
শুক্রবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নগরের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
এতে তারা ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, একটি সাবান পেয়েছেন।