ডেস্ক নিউজ: সম্প্রতি হেফাজতের তাণ্ডব ও হারতালের ঘটনার পর সংগঠনটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।এবার সংগঠনটির ঢাকা মহানগর নায়েবে আমির মাওলানা জুবায়েরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর লালবাগ থেকে তাকে ডিবি পুলিশের একটি দল গ্রেফতার করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে মাওলানা জুবায়েরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবির যুগ্ম কমিশনার বলেন, আগের একটি মামলা ও সম্প্রতি হেফাজতের হরতাল তাণ্ডবে দায়ের হওয়া মামলায় এই নেতা আসামি।
ডিবি সূত্র জানায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় দায়েরকৃত মামলায় মাওলানা জুবায়ের আসামি।২০১৩ সালের একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আগামীকাল (শনিবার) তাকে আদালতে হাজির করা হবে।