মোহাম্মদ আমিনুল হক বুলবুল,
নান্দাইল (ময়মনসিংহ):
ময়মনসিংহের নান্দাইলে কোভিড-১৯ করোনা মহামারী প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন কঠোরভাবে পালিত হয়েছে।
বুধবার ১৪ এপ্রিল উপজেলা সদর সহ বিভিন্ন হাট-বাজারে লকডাউন কার্যকরে কঠোর নজরদারী করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরশাদ উদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. মাহফুজুল হক।
নান্দাইল সদর পুরাতন বাজার, নতুন বাজার ও নান্দাইল চৌরাস্তা বারুইগ্রাম সহ বিভিন্ন বাজারে সরকার নির্দেশনা অনুযায়ী লকডাউন অমান্যকারী ও স্বাস্থ্যবিধি না মানায় বেশ কিছু ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন অর্থদন্ড করা হয়।
এছাড়া বাজারের বিভিন্ন মুদি ব্যবসায়ী, রেস্তোরা,কাঁচা বাজার ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ লকডাউনের নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ এবং বেচাকেনা বন্ধ রাখার আহবান জানান। এসময় ইউএনও-এসিল্যান্ডের সাথে সঙ্গীয় ফোর্স সহ স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।
ইউএনও মো.এরশাদ উদ্দিন বলেন, করোনা মহামারী কোভিট-১৯ প্রতিরোধে লকডাউন কার্যকর করতে এবং জনসাধারণকে সচেতন করতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।