মোহাম্মদ আমিনুল হক বুলবুল,
নান্দাইল (ময়মনসিংহ):
ময়মনসিংহের নান্দাইলে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন।
আজ রবিবার সকাল ৮ টায় ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল পৌরসদরের চন্ডিপাশা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চলকের নাম আজহারুল ইসলাম (৩০)। তিনি কিশোরগঞ্জ সদরের একরামপুর গ্রামের আবুল কালামের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার ওসি মোঃ মাসুদ খান জানান, ট্রাকটি বালু বোঝাই করে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক নিহত হন। আমরা লাশ উদ্ধার করেছি। দূর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধারে চেষ্টা চলছে।