ডেস্ক নিউজ: চট্টগ্রামে একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। এ ঘটনার পর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা, ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে।
নগরীর এনায়েত বাজার এলাকার গোয়ালপাড়ায় শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সিএমপির সহকারী কমিশনার নোবেল চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ভবনের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরাও তাদের উদ্ধারে কাজ করছে।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে এ কার্যক্রম চলছে বলে জানান পুলিশের সহকারী কমিশনার।