ডেস্ক নিউজ: একদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বিশেষ বিমান নিয়ে আজ সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে তিনি ঢাকায় অবতরণ করেন। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
তার সফরের উদ্দেশ্য হচ্ছে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে আরও গভীর ও নতুন পর্যায়ে নিয়ে যাওয়া। একদিনের সফরে অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন এই মার্কিন মন্ত্রী। ২০১২ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সফরের চার বছর পরে যুক্তরাষ্ট্রের কোনও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন।
তার ক্রমপরিবর্তনশীল সফরসূচি অনুযায়ী ঢাকায় অবতরণের পরে তিনি হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। বিশ্রামের পরে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর জন্য যাবেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জন কেরি সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হবে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়।
আনুষ্ঠানিক বৈঠকের পরে পদ্মাতেই ওয়ার্কিং লাঞ্চে অংশগ্রহণ করার পরে ধানমণ্ডি ২৭ সড়কের ইএমকে সেন্টারে বিকালে জন কেরি একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
সন্ধ্যায় বিদায় নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বাসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা রয়েছে তার