ডেস্ক নিউজ: একে তৃতীয় বিয়েও ভেঙেছে টলিগঞ্জের তারকা অভিনেত্রী শ্রাবন্তীর। এবার তিনি নতুন প্রেমে মজেছেন, সম্প্রতি এমন খবর রটেছে।
অন্তত পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর এমনই। নতুন করে প্রেমে পড়েছেন সদ্য রাজনীতিতে যোগ দেওয়া টলিগঞ্জের তারকা অভিনেত্রী শ্রাবন্তী। কলকাতার বাইপাসের ধারে যে বহুতলে থাকেন শ্রাবন্তী, সেই আরবানারই বাসিন্দা শ্রাবন্তীর ভালোবাসার মানুষ। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নাকি মন দেওয়া-নেওয়ার পর্ব সেরে ফেলেছেন শ্রাবন্তী।
একটি বেকারি সংস্থার মালিক অভিরূপ, সোশ্যাল মিডিয়া পেজেও তেমনই লেখা রয়েছে। সূত্রের খবর, নির্বাচনী প্রচারের ব্যস্ততার ফাঁকেও বুধবার দু’জন সম্পর্কের একমাস পূর্তি ঘটা করে সেলিব্রেট করেছেন।
ইনস্টাগ্রামে অভিরূপ ও শ্রাবন্তী একে অপরকে ফলোও করেন। যদিও শ্রাবন্তীর চর্চিত নতুন প্রেমিকের প্রোফাইলটি লক করা। এক আবাসনে থাকলেও দুজনে থাকেন পৃথক টাওয়ারে। হ্যালো-হাইয়ের মধ্যেই আটকে ছিল সম্পর্ক, তবে সম্প্রতি কাছাকাছি এসেছেন দুজনে।
রাজীব বিশ্বাস, কৃষণ ব্রজের সঙ্গে বিয়ে ভাঙার পরে ২০১৯ সালে রোশন সিংহের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন শ্রাবন্তী। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তৃতীয় বিয়েও টেকেনি নায়িকার।
শ্রাবন্তীর ঘনিষ্ঠমহল যদিও বলছে, অভিরূপের সঙ্গে নেহাত বন্ধুত্বের সম্পর্ক শ্রাবন্তীর। এখন প্রেমে পড়বার সময় নেই এই নায়িকার। ব্যস্ত রাজনীতি নিয়ে। পাশাপাশি তিনি এখনও আইনিভাবে রোশনের স্ত্রী। -হিন্দুস্তান টাইমস