ডেস্ক নিউজ: চট্টগ্রাম নগরের তালিকাভুক্ত ছিনতাইচক্র ‘রানা’ গ্রুপের প্রধান মো. রানাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রের বাকি তিন সদস্য হলেন- মো. আলমগীর (২৮), মো. শামীম (২১) ও বেলাল হোসেন প্রকাশ কিডনি বেলাল (২১)।
এ সময় দুইটি ছোরা উদ্ধার করা হয়।
শুক্রবার (২ এপ্রিল) ভোরে দেওয়ানহাট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে গণমাধ্যমে জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
ওসি বলেন, নগরের বিভিন্ন ভিড়ে কৃত্রিম জটলা সৃষ্টি ও চলন্ত বাস থেকে মোবাইল ছিনতাইয়ের নেতৃত্বে থাকা রানা গ্রুপের প্রধানসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রুপের এক সদস্য পালিয়ে গেছে।
রানার বিরুদ্ধে ২টি, শামীমের বিরুদ্ধে ৪টি ও আলমগীরের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।