কক্সবাজারের পেকুয়ায় স্বাস্থ্য বিধি মেনে
দুইদিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনি অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ বিকালে উপজেলা চত্বরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরীর পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক, পেকুয়া থানার এস আই মমতাজ বেগম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালামত উল্লাহ, মাধ্যমিক বিদ্যালয়ের সুপার ভাইজার উলফার জাহান, পেকুয়া সদর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ওমর রিয়াজ চৌধুরীসহ সরকারি বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
এতে শিক্ষার্থীদের অংশগ্রহনের মধ্যে দিয়ে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। ষ্টল প্রর্দশনীতে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী প্রতিষ্ঠান প্রতিনিধিকে পুরস্কার দেওয়া হয়। উক্ত উন্নয়ন মেলার সমাপনি দিনে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন আর কিছু ষড়যন্ত্রকারীরা দেশেকে তলবিহীন ঝুড়িতে রূপান্তর করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় এসে বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়ন দেশে উত্তরণ হচ্ছে।