ডেস্ক নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৭৬ জন।
সোমবার (২৯ মার্চ) সকাল চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব সহ চট্টগ্রামের ৭টি ল্যাবে ২ হাজার ৭৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৯৬ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এসময় মারা গেছেন একজন।
তিনি বলেন, নতুন শনাক্তদের মধ্যে ২১৬ জন নগরীর ও ৬০ জন বিভিন্ন উপজেলার রয়েছে। এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩৯ হাজার ৪৯৪ জন। সর্বমোট মৃত্যু হয়েছে ৩৮৫ জনের।