সময় এডিটর: হঠাৎ চট্টগ্রামে মাথা চাড়া দিয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিদিন দুই শতাধিকেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। আজও নতুন করে ২৬৯ জনের করোনার শনাক্ত হয়েছে। প্রশাসনের তরফ থেকেও নানামুখী নির্দেশ দেওয়া হচ্ছে। কিন্ত এসব নির্দেশগুলো কর্ণপাত না করে নগরীতে মেলার আয়োজনে ব্যস্ত কিছু নারী উদ্যোক্তার গ্রুপ। নারীদের এসব মেলার আয়োজনকে দেখে কে বলবে এ শহরে করোনাভাইরাস আছে।
করোনার ঝুঁকি মোকাবিলায় ক্লাব, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হোটেল-রেস্টুরেন্টগুলোতে সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি সমাগম নিষিদ্ধ করা হয়েছে। সীমিত পরিসরে অনুষ্ঠান চলাকালে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি ও কমপক্ষে ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। কমিউনিটি সেন্টার ও হোটেল-রেস্টুরেন্ট মালিকদের কাছে চিঠি দেয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলার জন্য মাস্ক পরাসহ শতভাগ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সমুদ্রসৈকত, পার্ক, বিনোদন কেন্দ্র ও অন্য দর্শনীয় স্থানে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম চলছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ, ওরশ, মিলাদ মাহফিল, মহোৎসব ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান উদযাপন আপাতত বন্ধ থাকবে। নির্দেশনা না মানলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসন।
এদিকে ২১-২২ – ২৩শে মার্চ নগরীর চেরাগী পাহাড়ের মোড়ে প্রিয়া কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম ভিত্তিক গার্লস গ্রুপ লেডিস ই-কমার্স ফোরাম অপরাজিতা মেলা। আগামী ২৪-২৫-২৬শে মার্চ হোটেল পেনিন্সুয়ালার ডালিয়া হলে ‘লাভলী লেডিস’ মেলা। ২৫-২৬ – ২৭শে মার্চ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে ‘গার্লস প্রাইরোটি’ এবং আগামী ১-২ -৩ এপ্রিল হোটেল রেডিসন বে ভিউ’র দরবার হলে ‘এম এন্ড এম বিজনেস কমিউনিকেশন’ এর উদ্যেগে ‘প্রী রমজান এক্সিবিশন’ মেলা আয়োজন হবে।
সরেজমিনে গত ২১-২২ -২৩ শে মার্চে অনুষ্ঠিত হওয়া ‘অপরাজিতা’ মেলা ঘুরে দেখা গেছে ব্যাপক মানুষের সরগরম। কিন্ত কোথাও দেখা মেলেনি স্বাস্থ্যবিধি মানার চিহ্ন। নেই মেলার প্রবেশের মুখে তাপমাত্রা পরিমাপের যন্ত্র, নেই দূরত্ব মানার নিয়ম, কারো কারো মুখে মাস্কও ছিলনা। দেখে মনে হয় স্বাস্থ্যবিধি ভাঙার প্রতিযোগিতা চলছে। সংশ্লিষ্টরা মনে করছেন এসব মেলাতেও করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। তাই এখনই এসব মেলাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কাম্য। তা না হলেই দিতে হবে আকাশ সমতুল্য মুল্যে।