এম. জুবাইদ,
পেকুয়া(কক্সবাজার):
পেকুয়ায় করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান।
মঙ্গলবার বিকাল ৪ টার উপজেলা সদরের কবির আহমদ চৌধুরী বাজার এলাকায় করোনার প্রার্দুভাব বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি সহ জনসাধারণ কে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা
মোহাম্মদ মোতাছেম বিল্যাহ’র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় মাস্ক ব্যবহার না করার দায়ে ১০ জনকে জন প্রতি ২ শত টাকা করে বিধি মোতাবেক অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ বলেন কোভিড ১৯ মোকাবেলায় সরকারি নির্দেশনার আলোকে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।