ডেস্ক নিউজ: ফটিকছড়িতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
সোমবার (২২ মার্চ) সকাল ৮টা ৪০ এর দিকে ফটিকছড়ির বিবিরহাটে জে ইউ পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন- নোয়াখালীর কবিরহাট থানার মৃত রাজেন্দ্র আচার্য্যের ছেলে মানিক আচার্য্য (৫০)। নিহত অপরজন ২৫ বছর বয়সী জানা গেলেও নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বিল্লাল হোসেন চট্টলার খবরকে বলেন, সকাল ৮টা ৪০ এর দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুজন নিহত হয়েছেন। আহত দুজনের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর অন্যজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের লাশ পোস্টমর্টেমের জন্য চমেকে পাঠানো হয়েছে।
দূর্ঘটনার কবলে পড়া ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা পুলিশের কব্জায় রয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।