ডেস্ক নিউজ: সীতাকুণ্ড উপজেলার আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় নুরুল আলম চৌধুরী ও আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস এবং সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় মো. শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এস.এম রিয়াদ জিলানকে উপজেলার ৮নং সোনাইছড়ির দক্ষিণ ঘোড়ামরা এলাকাবাসীর পক্ষ থেকে উক্ত গণসংবর্ধনা দেওয়া হয়।
শনিবার বিকালে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
বিশিষ্ট শিক্ষাবিদ মাষ্টার আবুল বাশার এর সভাপতিত্বে ও নুরুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আ. লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন আ.লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বেলাল উদ্দিন, জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব আলম,উপজেলা আ.লীগের সাবেক অর্থ সম্পাদক মোঃ আলাউদ্দিন, উপজেলা আ.লীগের সাবেক সদস্য নুর মোহাম্মদ তারেকি, সাবেক ইউনিয়ন সভাপতি নুর মোহাম্মদ, বাড়বকুণ্ড ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ মহসিন জাহাঙ্গীর,
মোহাম্মদ ওসমান।
তাছাড়াও বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি নুরুল আলম চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস, মোঃ শিহাব উদ্দিন এবং এস.এম রিয়াদ জিলান।