ডেস্ক নিউজ : চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎতের তারে জড়িয়ে গিয়াস উদ্দীন প্রকাশ কাইছার (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২১ মার্চ) ভোর সকাল ৫ টার দিকে উপজেলার দক্ষিণ জলদী আশকরিয়া পাড়া পুরান বাজার জুট পুকুর পারের পাশে অবস্থিত হাফেজিয়া দরসুল কুরঅান হেফজখানা ও এতিমখানার মাদ্রাসার মাহফিলের মাইক বাঁধতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দীন বাঁশখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের ছৈয়দ বাহার উল্লাহ পাড়া এলাকার মনজুর আহমদের পুত্র ।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানায়,রবিবার (২১ মার্চ) দক্ষিন জলদী হাফেজিয়া দরসুল কুরঅান হেফজখানা ও এতিমখানার মাদ্রাসার বার্ষিকী মাহফিল অনুষ্টানের কথা রয়েছে। উক্ত মাহফিল উপলক্ষে ভোর সকালে গাছে উঠে মাইক বাঁধতে গিয়ে অ সাবধানতা বসত বিদ্যুৎতের তার জড়িয়ে পড়লে ঘাটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে থানা হেফজতে নিয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি সফিউল কবীর বলেন, জালিয়াখালী বাজার সংলগ্ন একটি মাদ্রাসার মাহফিলে মাইক বাঁধতে গিয়ে বিদ্যুৎ তারে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে।