ডেস্ক নিউজ: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কবির রায়হানকে দুই কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।
পুলিশ জানায়, দীর্ঘ দিন থেকে কৌশলে এলাকায় গাঁজার ব্যবসা করে আসছিল রায়হান। তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর পুলিশ ছদ্দবেশে অভিযানে নামে।
গত শনিবার রাত ২টার সময় ইউনিয়নের ইসলামপুর গ্রামে গাঁজার একটি চালান বিক্রির সময় পুলিশ তাকে হাতে নাতে আটক করে। এসময় তার হেফাজতে থাকা দুই কেজি গাঁজা জব্দ করা হয়।
দাতঁমারা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আতাউল হক চৌধুরী গাঁজাসহ রায়হানকে আটকের তথ্যটি নিশ্চিত করেন।
তিনি বলেন, মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর রবিবার রায়হানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে ইতোপূর্বে তক্ষক পাচারের অভিযোগেও থানায় মামলা রয়েছে।