এম.জুবাইদ,পেকুয়াঃ
সারাদেশে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের পেকুয়ায় মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় মাস্ক পরধান না করায় ৬ ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় পেকুয়া চৌমুহনী এলাকায় মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করেন এবং মাস্ক বিতরণ করা হয়। এ সময় মাস্ক পরিধান না করায় ৬ ব্যক্তিকে পেনেল কোড ২৬৯ ধারায় জন প্রতি ১ শত টাকা করে এবং ২০১৮ সালের সড়ক ও পরিবহন আইনে ৬৬ ধারায় লাইসেন্স না থাকায় ১টি মোটরসাইকেলকে ৫ শত টাকাসহ সর্বমোট ১১ শত টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্যাহ ও সহকারী কমিশনার (ভূমি) মীকি মারমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।
মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব না মানার কারণে সাম্প্রতিক সময়ে কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় সংক্রমণ ও মৃত্যুর হার দিন দিন বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্যাহ । তিনি আরো বলেন মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।