আগ্রাবাদ হাশেম খুন : প্রধান আসামিসহ গ্রেফতার ১০

Date:

Share post:

ডেস্ক নিউজ: চট্ট নগরীর আগ্রাবাদ এলাকায় মোটরসাইকেল র‌্যালিতে রিকশা যাত্রীর সাথে কথাকাটাকাটির জেরে দুপক্ষের সংঘর্ষে ব্যক্তি নিহতের ঘটনায় মূল আসামিসহ ১০ জনকে করা হয়েে।

বুধবার রাতে নিহত সাউন্ড সিস্টেম মেকানিক হাশেম খান বাবুলের স্ত্রী জরিনা বেগম এবং মহসীন নামে অপর এক ের মা মাফিয়া বেগম বাদী হয়ে াদাভাবে মামলা দুটি দায়ের করেন।

হাশেমকে হত্যার ঘটনায় তার স্ত্রী জরিনা বেগমের দায়ের করা হত্যা মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে পাঁচ থেকে ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

তাছাড়া যাকে মারধরের মাধ্যমে সংঘর্ষের সূত্রপাত, সেই মহসীনের মা মাফিয়া বেগমের দায়ের করা করা মারধরের মামলায় ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

িশ জানায়, পৃথক ২ মামলায় এখন পর্যন্ত হত্যাকান্ডের মূল ঘাতক সোহাগ (২২)সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নিহত হাশেম খানের স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় ৮ জন এবং অপর মামলায় আ ২ জনকে গ্রেফতার করা হয়।

হত্যা মামলায় গ্রেফতারকৃতরা হলেন মাসুদ (৪১), সোহাগ (২৮), মহসিন (৩০), সাহাব উদ্দিন (২৬), আলী আকবর (৬০), মাসুদ রানা (২৮), মো. হেমায়েত ওরফে (২৫) ও ১৫ বয়সী এক কিশোর। অপর মামলায় গ্রেফতার হয় ফরিদ উদ্দিন সুমন (৩২) ও শামসুল হক (৩২)।

আজ বৃহস্পতিবার দুপুরে হাশেম খুনের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেন ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, আগ্রাবাদ এলাকায় সড়ক ও জনপথ (সওজ) ভবনের সামনের সড়কের উপর সাউন্ড বক্স বাজিয়ে মোটর সাইকেল ও বাই সাইকেল নিয়ে স্ট্যান্ড শো (মোটর সাইকেল ও বাইসাইকেল নিয়ে কসরত) করার সময় দুইপক্ষের সংঘর্ষে খুনের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

তিনি বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ২৪ জনকে আটক করা হয়েছিল। পরে ওই এলাকার আশেপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে এবং ঘটনার সাথে সম্পৃক্ত ৮ জনকে গ্রেফতার দেখিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হয়।

ওইদিন রাতেই সিঅ্যান্ডবি কলোনি এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের মূল ঘাতক মো. সোহাগকে এবং বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে মাসুদ নামে আরো একজনসহ দুই মামলায় মোট ১০জনকে গ্রেফতার করা হয়েছে।

হত্যাকান্ডে ব্যবহৃত ছোরাটিও উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, সিসিটিভি ফুটেজে পর্যালোচনা করে এবং গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন ও সদস্যসচিব নিজাম উদ্দিনকে লিগ্যাল নোটিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন ও সদস্যসচিব নিজাম উদ্দিনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সংগঠনটির মহানগর...

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৮ মে) দুপুরে ইমিগ্রেশন...

৫ দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি সাত কলেজের শিক্ষার্থীদের

রাজধানীর সরকারি সাত কলেজকে একত্রিত করে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেওয়া হলেও নাম প্রস্তাব ছাড়া আর কোনো অগ্রগতি নেই...

রোহিঙ্গা ধরে নিয়ে সাগরে ফেলার বিষয়ে যা বলছে ভারতের সুপ্রিম কোর্ট

ভারতের রাজধানী দিল্লি থেকে আটক করে অন্তত ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ফেলে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দেশটির...