ডেস্ক নিউজ:নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার একটি আবাসিক হোটেল থেকে একজন বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ মার্চ) বেলা ১২ টার দিকে হোটেল এশিয়ান এসআর আবাসিকের ৭০৪ নম্বর রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত বিদেশি ব্যক্তির নাম সাইফ আম্মর। তিনি আরব আমিরাতের আল আইন এলাকার মোহাম্মদ হ্যাসেল অ্যালেনাদির ছেলে।
কোতোয়ালী থানার ইন্সপক্টর (তদন্ত) মো. কবির হোসেন চট্টলার খবরকে বলেন, ‘তিনি আরব আমিরাতের একজন নাগরিক।মূলত সফরের উদ্দেশ্যে তিনি এসেছিলেন। গত রাতে ৩টায় ঘুমানোর পর সকাল ৭তার এলার্মে তিনি উঠেছিলেন, পরে আবার ঘুমিয়ে পড়েন। দুপুর বারোটার দিকে তাকে ঘুম থেকে তোলার চেষ্টা করা হলেও, তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিলোনা। তার সাথে থাকা ট্যুর গাইড হোটেল কর্তৃপক্ষের সহায়তা নিওয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষপণা করেন। বর্তমানে ময়না তদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজে রয়েছে।’