ডেস্ক নিউজ: সাইকো কিলারের গল্পে এবার সেন্সরের ছাড়পত্র পেলো নির্মাতা অনন্য মামুনের
ওয়েব ফিল্ম ‘কসাই’।
আজ মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক। দুই একদিনের মধ্যেই ছবির ছাড়পত্র হাতে পাবেন পরিচালক।
তিনি জানান, ‘ভালো লাগছে ‘কসাই’ মুক্তির অনুমতি পাওয়ায়। অনেক যত্ন নিয়ে এ ছবির কাজ করেছি। দর্শকের ভালো লাগলেই সব পরিশ্রম সফল হবে।’
অনন্য মামুনের ‘কসাই’ সিনেমায় মূখ্য চরিত্রেও অভিনয় করছেন রাশেদ মামুন অপু। সম্প্রতি ‘জানোয়ার’ ওয়েব ফিল্মের জন্য প্রশংসায় ভাসছেন অপু। সেই প্রশংসা বইতে বইতে আরও একবার চমক দেখাতে আসছেন তিনি। ছবিটিতে নেতিবাচক সাইকো কিলারের চরিত্রে হাজির হবেন অপু।
‘হিংস্রতাই নেশা’ স্লোগানের ‘কসাই’তে চমক নিয়ে হাজির হবে চিত্রনায়ক নিরবও। তার বিপরীতে এখানে দেখা যাবে প্রিয়মনিকে।