ডেস্ক নিউজ : মিরসরাই বাজারে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ৯ জন বাসযাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (৯ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার।
আহতদের মধ্যে মান্নান হোসেন (২৯), শাহ আলম (৪২), মোসাম্মৎ শাহিদা (৪৫), সজীব (১০), আবুল কালাম (৪৫) ও ফুয়াদ হোসেন (৩০) এর নাম জানা গেছে। এছাড়া আরওি তিনজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মিরসরাই ও সীতাকুণ্ড স্টেশনের তিনটি গাড়ি পাঠানো হয়। তারা নয় জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এএসআই আলাউদ্দিন তালকুদার বলেন, মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত ৯ জনকে আহত অবস্থায় চমেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।