ডেস্ক নিউজ: দৈনিক পূর্বকোণের টেলিফোন অপারেটর সুমন দাশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পাঁচদিন পর কর্ণফুলী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গতকাল (৩ মার্চ) রাত ১২টার পর কর্ণফুলী থানা ও নৌ পুলিশ চর পাথরঘাটার বাদামতল এলাকার কন্টিনেন্টাল জেটি সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।
সুমন দাশ গত ২৬ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন বলে জানায় তার পরিবার। এ ঘটনায় গত ২৭ ফেব্রুয়ারি সুমন দাশের স্ত্রী প্রিয়াংকা দে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়- সুমন দাশ গত ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় নন্দনকাননস্থ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।
সদরঘাট নৌ পুলিশের ওসি এবিএন মিজানুর রহমান বলেন, কর্ণফুলী নদীতে একটি অজ্ঞাতপরিচয় লাশ ভাসার সংবাদ পেয়ে নৌ পুলিশ সদস্যরা উপস্থিত হয়। উদ্ধার হওয়া লাশটি সুমন দাশের।
প্যান্টের পকেট থেকে সুমন দাশের আইডি কার্ড পাওয়া গেছে। যাবতীয় প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সুমন দাশের সাত বছর বয়সী একটি পুত্র এবং পাঁচ মাস বয়সী একটি কন্যা রয়েছে বলে জানা যায়।