ডেস্ক নিউজ: দেশের সব মাদ্রাসায় ডইণীক কার্যক্রম শুরু হওয়ার আগে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন নিশ্চিত করতে সুপারিশ করেছে সন্মগসদীয় উপকমিটি।
বৃহস্পতিবার (৪ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
জাতীয় শিক্ষানীতির আলোকে মাদ্রাসায় সিলেবাস ও কারিকুলাম এবং পরীক্ষা পদ্ধতির আধুনিকায়নেরও সুপারিশ করা হয়েছে কমিটির একাদশতম এই বৈঠকে।
উগ্র সাম্প্রদায়িকতা, নকল প্রতিরোধ ও প্রতিকারে মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপ নেয়া এবং ব্যবস্থাপনা কমিটি, গভর্নিং বডি, নির্বাহী কমিটি, এডহক কমিটি গঠন প্রক্রিয়া ও কমিটি সংক্রান্ত উদ্ভূত জটিলতা দূর করারও সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের দাখিল পরীক্ষার বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ের উত্তরপত্র অন্য সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষকদের মাধ্যমে মূল্যায়ন করারও সুপারিশ করে কমিটি।
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি, সদস্য মোস্তাফিজুর রহমান, নারায়ন চন্দ্র চন্দ, মো. মাহবুব উল আলম হানিফ, মুহিবুর রহমান মানিক এবং নাহিদ ইজাহার খান।