জগন্নাথপুরে কুশিয়ারার ভাঙনে বিলীন বেগমপুর সড়ক*

Date:

Share post:

জগন্নাথপুর উপজেলার আশারকান্দি, পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়ন দিয়ে প্রবাহিত স্রোতস্বিনী কুশিয়ারা নদীর কড়াল গ্রাসে বাড়িঘর ও আবাদি জমি বিলীন হয়ে গেছে এলজিইডির জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়ক প্রায় এক বছর ধরে এ সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে আছে। জনসাধারণ যাতায়াত স্যায় চরম ভোগান্তিতে পড়েছেন।

চলতি বর্ষা মৌমের শুরুতেই অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসল ডুবির পর কয়েক দফা পানি বৃদ্ধি পাওয়ায় এবং কুশিয়ারা নদীর পানি বিপদসী উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রবল স্রোত আর ঢেউয়ে প্রতিদিন বেগমপুর সড়কটি নদীগর্ভে বিলীন হতে চলেছে। সরেজমিন জগন্নাথপুর-বেগমপুর সড়কটি দেখতে গিয়ে নদী তীরবর্তী অধিকাংশ বাসিন্দা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া তাদের বাড়ি-ঘর, আবাদি জমির বর্ণনা দিতে গিয়ে এ প্রতিবেদকের সামনে কেঁদে ফেলেনে। আবার অনেক নারী-পুরুষ, শিশু-কিশোররা দিশেহারার মতো তাদের কষ্টের কাহিনী বর্ণনা করেছেন। সেই সাথে নদী ভাঙনের কবল থেকে বাড়ি-ঘরসহ সড়ক পথ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরের প্রতি দাবি জানিয়েছেন।

আশারকান্দি ইউনিয়নের বড়ফেচী গ্রামের বাসিন্দা মসহুদ আহমদ ইত্তেফাককে জানান, কুশিয়ারা নদীর ভাঙনের চিত্র ভয়াবহ। এটা বর্ণনা করার নেই। তিনি জানান, ইতোমধ্যে বিলীন হয়ে গেছে বাপ-দাদার রেখে যাওয়া ভিটে মাটি। এছাড়াও ফেচীর বাজারসহ পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়নের অসংখ্য হাট-বাজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ঘর-বাড়িসহ সড়ক পথ বিলীন হয়েছে। সাম্প্রতি কয়েক দফা পানি বৃদ্ধি পাওয়ায় নদীগর্ভে বিলীন হয়ে গেছে উপজেলা দক্ষিণাঞ্চলের জনসাধারণের যাতায়াতের একমাত্র সড়ক পথটিও।

স্থানীয় সরকার ৌশল অধিদপ্তর (এলজিইডির) জগন্নাথপুর উপকৌশলী রফিকুল ইসলাম ইত্তেফাককে জানান, জগন্নাথপুর পৌরসভার সীমান্ত থেকে শিবগঞ্জ-পাইলগাঁও হয়ে বেগমপুর পর্যন্ত ১৫.৩৯ কিলোমিটার সড়কের মধ্যে ২.২০ কিলোমিটার সড়ক কুশিয়ারা নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং সাম্প্রতিক বন্যায় ১.৭০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি ১২ কিলোমিটার সড়কের পুনঃসংস্কার কাজের জন্য দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ অনুকূলে আসলে ঠিকাদার কাজ শুরু করবেন। এছাড়া নদীগর্ভে বিলীন হওয়ায় সড়কের অংশটুকু নতুনভাবে স্থান পরিবর্তন করে সড়ক নির্মাণের ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে মন্ত্রণালয় ও অধিদপ্তরে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...

গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ

সময় ডেস্ক বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায়...

ট্রাম্প-মোদির বৈঠকে বাংলাদেশ বিষয়ে কথা হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

আন্তর্জাতিক সময় ডেস্ক ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন,ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...