ডেস্ক নিউজ: ছদ্মবেশে অভিযান চালিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভাগীয় কার্যালয়ে ৩ দালালকে হাতেনাতে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে একজনকে কারাদণ্ড ও বাকি দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করেন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।
আটককৃতরা হলেন, মো. আবদুল্লাহ মিন্টুকে মো. রবিউল হোসাইন ও মো. গালিব।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম জানান, আজ (বুধবার) দুপুরে নয়াপাড়া বিআরটিএ কার্যালয়ে ছদ্মবেশে অভিযান পরিচালনা করা হয়। এতে ৩ জন দালালকে হাতেনাতে আটক করেছি আমরা। তাদের মধ্যে একজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং বাকি দুইজনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।