রাজিবুল ইসলাম রক্তিম
বগুড়া
বগুড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাবের চৌকস টিম । শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় দিকে আদমদীঘি থেকে তাদের গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃতরা হলেন– আদমদীঘি উপজেলার তেতুলিয়া গ্রামের মৃত খবির আলী আকন্দের ছেলে আকতার হােসেন আফাজুল ( ৪২ ) এবং জিনইর বাউস্তপাড়া এলাকার মৃত জসীম উদ্দিনের ছেলে আজিমুদ্দীন ( ৬০ ) ।
র্যাব-১২, বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান , গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ একটি টিম আদমদীঘিতে এই অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজা , ৪ টি সীম , দুইটি মােবাইল এবং নগদ ৩ হাজার ৭০০ টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান , গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক বিরোধী মামলার জন্য প্রেরণ করা হয়েছে ।